আমাদের বিডা'র (BEIDA) সম্পর্কে ।

  Bangladesh Educational Institute Development Association (BEIDA)

বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডা) । 
( সি আর লিমিটেড এর একটি অঙ্গ সংগঠন । )
প্রধান কার্যালয় ঃ উইন্স স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, মেডিকেল পূর্ব গেইট, ধাপ, রংপুর । 
Email: beida.rang2000@gmail.com
Official Facebook : facebook.com/beidabangladesh
রেজি নংঃ ১২৪৪০৬

বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেল পমেন্ট এসো সিয়েশন - বিডা ( সি আর লিমিটেড) বাংলাদেশের কিন্ডারগার্ডেন, হাইস্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমুহের বই প্রকাশনার নিমিত্তে গঠিত একটি কোম্পানি ।

বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে বিডা শিক্ষা, স্বাস্থ্য, ভুমি প্রকল্পে (ভুমি ক্রয় ও বিক্রয়, ডেভেলপমেন্ট, বিল্ডিং নির্মাণ, ফ্লাট বিক্রয়) যৌথ বিনিয়োগে  সফল ভাবে প্রকল্প গুলো পরিচালনা করে  । বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেল পমেন্ট এসো সিয়েশন -বিডা'র দুইটি ডিভিশন নির্মিত হয়েছে (১). শিক্ষা ডিভিশন ও (২). বিল্ডার্স  ডিভিশন । 

বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেল পমেন্ট এসো সিয়েশন -বিডা'র এজিএম প্রতি বছরের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হবে ও মুনাফা বন্টন হয় । এজিম দুটি ভাগে বিভক্ত হয়ে শিক্ষা ডিভিশন ও  বিল্ডার্স  ডিভিশনের সকল পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক গন সহ সকল সদস্য নিয়ে এজিএম সম্পন্ন করা হয় ।


Post a Comment