ডেস্ক নিউজঃ বিগত ২০ ফেব্রুয়ারি ২০২১ তাঁরিখে  বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডা) এর সাধারন সভা উইন্স স্কুল অ্যান্ড  কলেজ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ।

প্রথমেই  স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধচিত্তে  স্মরণ করে , মহান মাতৃভাষা দিবসের মাসে, বিডার আয়জনে এক মিনিট নিরবতা ও স্মমান জানানো হয় সেই সব ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে পেয়েছি আমারা, আমাদের প্রিয় মাতৃভাষার বিশ্বময় সম্মান, আর সম্মান জানানো হয়, সেই সব অকুতভয় ভাষাসৈনিকদের যাদের  আন্দলনের ধারাবাহিকতায় এসেছে আমাদের প্রান প্রিয় বাংলাদেশের স্বাধীনতা ।

সম্মানিত সকল প্রতিষ্ঠাতা পরিচালক, উপস্থিত পরিচালকবৃন্দ সবাই কে সালাম জানিয়ে সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডা) এর চেয়ারম্যান ও  ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মো. তাজউদ্দিন আহমেদ।

উক্ত সাধারন সভার শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল কুদ্দুস, প্রাইম স্কুল অ্যান্ড কলেজ এবং গীতা পাঠ করেন নয়ন কুমার সরকার, শিক্ষক, আজিজ নগর বালিকা উচ্চ বিদ্যালয় ।

এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল অংশ শুরু করেন । সভাটি পরিচালনা করেন, বিডা'র প্রতিষ্ঠাতা পরিচালক,জনাব মোঃ মাহফুজার রহমান, ভাইস প্রিন্সিপাল, উইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর

বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডা) এর সাধারন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক,  লায়ন মোঃ মানিক  হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক উইন্স স্কুল এন্ড কলেজ রংপুর । আলোচনায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন, সিলেবাস, তথ্য প্রযুক্তি ভিত্তিক অন লাইন করন এবং আরও অনেক তথ্য নিয়ে বিশদভাবে আলোকপাত করেন ।

সভায় আলোচনাকে আরও প্রানবন্ত করে প্রস্তাবনা রাখেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, আমতলা বিদ্যাপীঠ মাহিগঞ্জ, রংপুর । 

এছাড়াও বিডা’র ডিরেক্টরগনের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল খালেক, চেতনা বিদ্যানিকেতন, বদরগঞ্জ , মাস্টার ফাউন্ডেশন স্কুল, পাগলাপীর, রংপুর এর পরিচালক জনাব মো. মাসুদার রহমান সবুজ, আজীজনগর বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর এর সহকারী প্রধান শিক্ষক জনাব নয়ন কুমার সরকার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর এর প্রধান শিক্ষক জনাব বিমল কুমার রায়, বিডা’র ফিন্যান্স ডিরেক্টর এবং স্বপ্নচূড়া স্কুল এন্ড কলেজ, রংপুর এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মো. তারিফুর রহমান ।

সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো.সোহেল সারোয়ার, বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন হেড অব আইসিটি । তিনি বিডাকে অনলাইন করণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, বিডার অটোমোশন, ডিজিটাল তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করার বক্তব্য তুলে ধরেন এবং সভায় সাবাই কে বিডার অফিসিয়াল পেইজ "বিডা বাংলাদেশ " এ সবাইকে সংযুক্ত হবার অনুরোধ করেন।

উক্ত সাধারন সভায় আলোচনা কে আরও মান সম্মামত করার লক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ এডুকেশনাল ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এসোসিয়েশন  (বিডা) এর চেয়ারম্যান ও  ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, জনাব মো. তাজউদ্দিন আহমেদ । তিনি বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে, প্রশ্নের উত্তর প্রদান করেন এবং বিডার সুদুর প্রসারি সম্ভাবনার কথা উল্লেখ করেন।


সভায় বক্তব্য রাখেন ডিরেক্টর এস এম রহমাতুল ইসলাম, মেগাফরচুন কিন্ডারগার্ডেন, বদরগঞ্জ । এছাড়াও বিডা’র ডিরেক্টরগনের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিষ্ঠান প্রধানগন।






 

Post a Comment

Previous Post Next Post